পোস্টগুলি

har mor joliya gelo লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

হাড় মোর জ্বলিয়া গেল

ওরে হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে।। তোমার দাদার পাল্লায় পড়ে তোমার দাদার , তোমার দাদার পাল্লায় পড়ে জাতকুল মান গেলরে। হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে ওরে হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে।   হাউস করে দিছে বিয়া পাঁচ ভাইয়ের সংসারে হায়রে পাঁচ ভাইয়ের সংসারে। ভাসুর শ্বশুর দেওরা ভালো , ভাসুর শ্বশুর আমার ভাসুর শ্বশুর দেওরা ভালো মিনষে কপালপোড়া রে   হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে , ওরে হাড় মোর জ্বলিয়া গেলো দেওরা রে।   ইলশা মাছের মাথা দিয়া হবে কঁচু শাক , তাইতো ভাসুর দিলেন টাকা করতে বাজার হাট।। মিনষে আনে লেঠা মাছ , আর মিনষে আনে মিনষে আনে লেঠা মাছ , আর তেলাকচুর পাতারে   হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে ওরে হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে।   ভাইয়ের ছেলের মুখে ভাতে , গেলাম বাপের বাড়ি হায়রে গেলাম বাপের বাড়ি। মিনষে আমার মাকে বলে , মিনষে আমার মিনষে আমার মাকে বলে কেমন আছেন দিদিরে।   হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে ওরে হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে।   তোমার দাদার পাল্লায় পড়ে তোমার দাদার , তোমার দাদার পাল্লায় পড়ে জাতকুল ম...