পোস্টগুলি

হাড় মোর জ্বলিয়া গেল

ওরে হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে।। তোমার দাদার পাল্লায় পড়ে তোমার দাদার , তোমার দাদার পাল্লায় পড়ে জাতকুল মান গেলরে। হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে ওরে হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে।   হাউস করে দিছে বিয়া পাঁচ ভাইয়ের সংসারে হায়রে পাঁচ ভাইয়ের সংসারে। ভাসুর শ্বশুর দেওরা ভালো , ভাসুর শ্বশুর আমার ভাসুর শ্বশুর দেওরা ভালো মিনষে কপালপোড়া রে   হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে , ওরে হাড় মোর জ্বলিয়া গেলো দেওরা রে।   ইলশা মাছের মাথা দিয়া হবে কঁচু শাক , তাইতো ভাসুর দিলেন টাকা করতে বাজার হাট।। মিনষে আনে লেঠা মাছ , আর মিনষে আনে মিনষে আনে লেঠা মাছ , আর তেলাকচুর পাতারে   হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে ওরে হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে।   ভাইয়ের ছেলের মুখে ভাতে , গেলাম বাপের বাড়ি হায়রে গেলাম বাপের বাড়ি। মিনষে আমার মাকে বলে , মিনষে আমার মিনষে আমার মাকে বলে কেমন আছেন দিদিরে।   হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে ওরে হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে।   তোমার দাদার পাল্লায় পড়ে তোমার দাদার , তোমার দাদার পাল্লায় পড়ে জাতকুল মান গেলরে। হাড় মোর জ্বলিয়া গেল দে

আমারে আসিবার কথা কইয়া

  আমারে আসিবার কথা কইয়া , মান করে রাই , রইয়াছ ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া , মান করে রাই , রইয়াছ ঘুমাইয়া। রাঁধে গো.... ও ও ও ও আমার কথা নাই তোর মনে , প্রেম করছো আয়ানের সনে , শুয়াই আছো নিজ পতি লইয়া। আমি , আর কতকাল থাকবো রাধে গো... আমি , আর কতকাল থাকবো রাধে গো... আমারে আসিবার কথা কইয়া , মান করে রাই , রইয়াছ ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া , মান করে রাই , রইয়াছ ঘুমাইয়া। রাঁধে গো.... ও ও ও ও দেখার যদি ইচ্ছা থাকে , আইসো রাই যমুনার ঘাটে , কাল সকালে কলসি কাঁখে লইয়া। আমি জলের ছায়ায় লুফে নিবো গো... আমি জলের ছায়ায় লুফে নিবো গো... আমারে আসিবার কথা কইয়া , মান করে রাই , রইয়াছ ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া , মান করে রাই , রইয়াছ ঘুমাইয়া। রাঁধে গো.... ও ও ও ও নারী জাতির কঠিন রীতি , বুঝেনা পুরুষের মতি , সবাই থাকে নিজেরে লইয়া। তুমি করছ নারী রূপের বড়াই গো... তুমি করছ নারী রূপের বড়াই গো... আমারে আসিবার কথা কইয়া , মান করে রাই , রইয়াছ ঘুমাইয়া। আমারে আসিবার কথা কইয়া , মান করে রাই , রইয়াছ ঘুমাইয়া।

চেংড়া বন্ধুয়া

নদীর কূলে সরিষার ফুল তুই খালি মোর জাতিকুল , ছেড়ে দে , ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল চেংড়া বন্ধুয়া রে ছেড়ে দে , ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল। মন তো পিরীত জানে না বন্ধু আমায় ছাড়ে না , দুই টাকা দিলো বন্ধু পিরিতের বায়না। তোমরা জানিয়া করবেন কি ? তোমরা শুনিয়া করবেন কি ? হায়রে নষ্ট করলো বন্ধু আমার দারুন পিরিতি , হায়রে নষ্ট করলো বন্ধু আমার দারুন পিরিতি। চেংড়া বন্ধুয়া রে ছেড়ে দে , ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল। তুই আবার চাইয়া আসলা না কথা দিয়া কথা রাখলা না , মন মিলে মনের মানুষ মিলে না। তোমরা জানিয়া করবেন কি ? তোমরা শুনিয়া করবেন কি ? হায়রে নষ্ট করলো বন্ধু আমার দারুন পিরিতি , হায়রে নষ্ট করলো বন্ধু আমার দারুন পিরিতি। চ্যাংরা বন্ধুয়া রে ছেড়ে দে , ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল। তুই দেখতে দেখতে সিয়ানা হইলি আবার না বলিয়া চলিয়া গেলি , এত গোসা বন্ধু তোমার অন্তরে। তোমরা জানিয়া করবেন কি ? তোমরা শুনিয়া করবেন কি ? হায়রে নষ্ট করলা বন্ধু আমার দারুন পিরিতি , হায়রে নষ্ট করলা বন্ধু আমার দারুন পিরিতি। চ্যাংরা বনধুয়া রে ছেড়ে দে , ছেড়ে দে ঝেড়ে বাঁধি চুল। নদীর কূলে স

ছাতা ধরো হে দেওরা

  ছাতা ধরো হে দেওরা এইসান সুন্দর খোঁপা হামার ভিক গেলাই না ছাতা ধরো হে দেওরা এইসান সুন্দর শাড়ি হামার গেলাই না ছাতা ধরো দেওরা এইসান সুন্দর খোঁপা হামার ভিক গেলাই না রিমিঝিমি পানিও বরষ গেলাই না।। এইসান সুন্দর শাড়ি হামার ভিক গেলাই না ছাতা ধরো হে দেওরা এইসান সুন্দর খোঁপা হামার ভিক গেলাই না মাছা মধ্যে দেখলি মাগুর মাছা লা।। এইরম বিনা পানিয়ে মাছা দৌড় খেলে না ছাতা ধরো হে দেওরা এইসান সুন্দর শাড়ি হামার ভিক গেলাই না গাছা মধ্যে দেখলি পিপইর গাছা লা।। এইরম বিনা বাতাসে পিপইর পাত লড়ে না ছাতা ধরো হে দেওরা এইসান সুন্দর খোঁপা হামার ভিক গেলাই না ঘোড়া মধ্যে দেখলি টাঙ্গিল ঘোড়া লা।। এইরম বিনা চাবুকে ঘোড়া দৌড় মারে না ছাতা ধরো হে দেওরা এইসান সুন্দর শাড়ি হামার ভিক গেলাই না এইসান সুন্দর খোঁপা হামার …

তুমি ডাক দিলে

তুমি ডাক দিলে অবলার পানে চাইয়ো রে , ও প্রান বান্ধব রে ,,,,,,,   ধীরে ধীরে যাইয়ো ফিরা পানে চাইয়ো রে ,, ধীরে ধীরে যাইয়ো ফিরা পানে চাইয়ো রে ,,   আমি যেদিন চলে গো যাব আমার আপন বাড়ি , বাজার থেকা কিনা আইনো সাদা মার্গীন শাড়ি ।   তুমি নিজ হাতে বধু সাজাইয়া দিও রে ,,,,,,,,, ও প্রান বান্ধব রে ,,,,,,, ধীরে ধীরে যাইয়ো ফিরা পানে চাইয়ো রে ,,,,,,   চাদনি রাতে আইসো গো বন্ধু চান্দের ও বাহার , তোমারে বানাইয়া রাখব আমার গলার হার রে , তোমার আত্তা তে আত্তা মিশাইয়া রব রে ,   ও প্রান বান্ধব রে , ধীরে ধীরে যাইয়ো ফিরা পানে চাইয়ো রে ,,   আমার বিয়ার বর যাত্রী চার জনা রে দাখি ,,,, তারা আমায় রাইখা আসবে দিয়া মোরে মাটি , সাধক চানমিয়া রে সংগে কইরা নিয়ো রে ,,,,   ও প্রান বান্ধব রে ,,,,, ধীরে ধীরে যাইয়ো ফিরা পানে চাইয়ো রে , ধীরে ধীরে যাইয়ো ফিরা পানে চাইয়ো রে ,,,,, ।।